মহানগরীর গাছায় ২৫ বোতল বিদেশী বেন্ডের মদসহ নারী গ্রেফতার ১ Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২৫ জ্যেষ্ঠ প্রতিনিধিঃ মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকা থেকে বিদেশী মদসহ মরিয়ম (২০) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাতে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়ি রোডের জালাল মার্কেট এলাকার সোলাইমানের বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ওই নারী মাদককারবারির হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী ২৫ বোতল মদ উদ্ধার করা হয়। পরে পুলিশ উদ্ধারকৃত মদসহ ওই নারী মাদককারবারিকে থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, সাইনবোর্ড এলাকার উত্তর খাইলকুর মেম্বার বাড়ি রোডের সোলাইমানের বাড়িতে মাদকের বড় চালান এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড় টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুলের নেতৃত্বে গাছা থানার এসআই সুকান্ত কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিদেশী মদসহ মাদককারবারি মরিয়মকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মোঃ তুষার মিয়া পালিয়ে যায়। মরিয়ম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার উসমানপুর গ্রামের মোঃ মিলন মিয়ার মেয়ে। তুষার দম্পতি উত্তর খাইলকুরের ওই ভাড়াটিয়া বাসায় থেকে মাদককারবার চালিয়ে আসছিল। এব্যাপারে গাছা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম দৈনিক মুক্ত খবর কে বলেন, মরিয়মের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। SHARES অপরাধ বিষয়: