বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফিলিপাইন শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

বিশেষ প্রতিনিধি ঃ

গত ১ লা সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার বিকেল ৫ ঘটিকার সময় ডাবল হালাল রেস্তোরাঁ, পাছাই, তাপ এভিনিউ, মেট্রো ম্যানিলায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফিলিপাইন শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনাব আহমেদ আলী মুকিব ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (মধ্যপ্রাচ্য)
সভাপতিত্ব করেন জনাব এস এ মাহমুদ হিমু, সদস্য সচিব ফিলিপাইন বিএনপি ও সাবেক সহ-সভাপতি সোনাইমুড়ী পৌরসভা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব আবু সাঈদ ভূঁইয়া ফিলিপাইন বিএনপি’র অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী। এবং ফিলিপাইন বিএনপির যুগ্ন আহ্বায়ক জনাব, নুর মোহাম্মদ (আহমেদ) সঞ্চালনায় জনাব মোতাছিম বিল্লাহ শরিফ এবং জনাব শাফিউল আজিম শাফি।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ফিলিপাইন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জনাব রফিক শেখ, জনাব রয়াল খান, জনাব মামুনুর রশিদ খান, এবং জনাব ওহিদুল ইসলাম ছানা, জনাব নাসির উদ্দিন নাসির ও জনাব মন্টু সাহেব প্রমুখ ও অন্যান্য ব্যবসায় বিন্দু।