গাছায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া
Abdul Hamid
Khan


মহানগর প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম
থানা বিএনপির সাবেক সভাপতি ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলেক। গাছা থানা বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইদ্রিস খান সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সজল মাস্টার, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আবুল হাসেম, সহসভাপতি ডাক্তার আবুল হোসেন, সম্পাদক শফিকুল ইসলাম খান, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী মন্ডল, রশিদ মন্ডল, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক মো. আরিফ মন্ডল, থানা জাসাসের যুগ্ম আহবায়ক সোহেল খান, আব্দুল্লাহ, মানিক, সোহাগপ্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জাকির, জহির মাস্টার, জহির হোসেন, খায়রুল, আব্দুর রাজ্জাক, আব্দুর রব, সেন্টু, রতন, আমিনুল ইসলাম, হাফিজুর রহমান, পিন্টু, আবু বক্কর সিদ্দিক, শ্রমিকদল নেতা মামুন, আনোয়ার হোসেন, ডাক্তার হুমায়ুন কবির, ওলামাদল নেতা মাওলানা আব্দুল মোমেন, নুরুজ্জামান বাবুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনীতির ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে। এমনকি গত ১৬ বছরে সারাদেশে মামলা হামলার শিকার নেতাকর্মীরা এলাকা ছাড়া হয়ে মানবতার জীবন যাপন করেছিল। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে সব
ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে গাজীপুর সংসদীয় আসন-৬ এর ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মোমেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।