সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন
Abdul Hamid
Khan


এস এম পলাশ সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে টিভি ও দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রবীণ সিনিয়র সাংবাদিক জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার সন্ধ্যায় নানা আয়োজনে পালিত হয়েছে।
এউপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। সহকর্মী সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা মনিরুল ইসলাম মিনির দীর্ঘ সাংবাদিকতা জীবন, ন্যায়নিষ্ঠ কাজ, সাহসী প্রতিবেদন ও সমাজ উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মো: আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, নির্বাহী সদস্য গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু, প্রেসক্লাব সদস্য সাংবাদিক আহসানুর রহমান রাজীব, আব্দুল আলীম, আবু সাঈদ বিশ্বাস ও রাজীব হাসান রিমুসহ অন্যান্য