গাজীপুরে এক রাতে তিন বাসে দুর্বৃত্তের আগুন, নাশকতার উদ্বেগ Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫ Oplus_131072 জ্যেষ্ঠ প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর এবং জেলার শ্রীপুর উপজেলায় এক রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা বাসগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই নাশকতার ঘটনাগুলো মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে ঘটেছে। তিনটি বাসে অগ্নিসংযোগে ভোগড়া বাইপাস বাসন থানাধীন বুধবার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। একই দিনে ভোর ৫টার দিকে জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা সত্ত্বেও বাসটির ইঞ্জিন ও বেশ কিছু আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে যখন একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল এবং একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন, ঠিক তখনই একটি মোটর সাইকেলে করে দুই যুবক সেখানে আসে। তারা মুহূর্তের মধ্যে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ধরনের নাশকতামূলক ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে, মধ্যরাতের এই নাশকতাগুলোর কারণ বা জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। SHARES অপরাধ বিষয়: