গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী: স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

মোঃ সেলিম হোসেন ঃ

​পারিবারিক কলহ ও সন্দেহের জেরে গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় এক নৃশংস ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) ভোরে থানার খোরাইদ জয়নগর এলাকায় এক স্ত্রী তাঁর ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

আহত স্বামীর নাম মো. আকাশ (২৫), যিনি পেশায় সাপুড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ নিহতের দ্বিতীয় স্ত্রী মিম আক্তারকে (১৭) আটক করেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে আকাশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই স্ত্রী মিম ধারালো ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গে আঘাত করেন। এতে পুরুষাঙ্গটি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও মারাত্মকভাবে জখম হয়। আহতের পরিবারের সদস্যদের ধারণা, প্রেমের সম্পর্ক থেকে মিম ও আকাশের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই মিম সন্দেহ করতেন যে আকাশ তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। এই চরম সন্দেহ থেকেই তিনি এই নৃশংস কাজটি ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশি পদক্ষেপ ও স্থানীয় প্রতিক্রিয়া ঘটনার পর পরই ক্ষুব্ধ স্থানীয় বেদেপাড়ার কয়েকজন নারী অভিযুক্ত মিমকে মারধর করেন। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিম আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও সন্দেহ থেকেই এ ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
​এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।