গাজীপুরে বিএনপি নেতার ভাই-ভাতিজা গ্রেফতার: অভিযানে উদ্ধার ৪৫ দেশীয় অস্ত্র!

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। একটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
​মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের নাওজোর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজি. আর্টিলারি-এর নেতৃত্বে যৌথ বাহিনী মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এই সাঁড়াশি অভিযান চালায়।
​অভিযানের সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মুশফিক (২৭)-কে গ্রেফতার করা হয়। তসলিম সিরাজ নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে।
​বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৪৫টি দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অস্ত্রগুলো সাধারণত সন্ত্রাসী কার্যকলাপ ও সংঘর্ষে ব্যবহৃত হয়ে থাকে।
বড় ছোরা ৮টি, ছোট ছোরা ১৯টি, বড় চাপাতি ৫টি, ছোট চাপাতি ৫টি, হাসুয়া ২টি, রামদা ৫টি সোজা রামদা ১টি,মোট দেশীয় অস্ত্র ৪৫টি অন্যান্য: ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধার করার উপকরণ)ও মাদকদ্রব্য: গাঁজা পাওয়া যায়। পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ অভিযান শেষে যৌথ বাহিনী গ্রেফতারকৃত পিতা-পুত্রকে আইনি প্রক্রিয়ার জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানায় হস্তান্তর করে।
​বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কঠোর ধারা অনুসরণ করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
​এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী ও মাদক কারবারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে পুলিশ ও সামরিক সূত্র নিশ্চিত করেছে।