গাজীপুরে বিএনপি নেতার ভাই-ভাতিজা গ্রেফতার: অভিযানে উদ্ধার ৪৫ দেশীয় অস্ত্র! Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫ জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। একটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের নাওজোর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজি. আর্টিলারি-এর নেতৃত্বে যৌথ বাহিনী মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এই সাঁড়াশি অভিযান চালায়। অভিযানের সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মুশফিক (২৭)-কে গ্রেফতার করা হয়। তসলিম সিরাজ নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে। বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৪৫টি দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অস্ত্রগুলো সাধারণত সন্ত্রাসী কার্যকলাপ ও সংঘর্ষে ব্যবহৃত হয়ে থাকে। বড় ছোরা ৮টি, ছোট ছোরা ১৯টি, বড় চাপাতি ৫টি, ছোট চাপাতি ৫টি, হাসুয়া ২টি, রামদা ৫টি সোজা রামদা ১টি,মোট দেশীয় অস্ত্র ৪৫টি অন্যান্য: ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধার করার উপকরণ)ও মাদকদ্রব্য: গাঁজা পাওয়া যায়। পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ অভিযান শেষে যৌথ বাহিনী গ্রেফতারকৃত পিতা-পুত্রকে আইনি প্রক্রিয়ার জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানায় হস্তান্তর করে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুইজন গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কঠোর ধারা অনুসরণ করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী ও মাদক কারবারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে পুলিশ ও সামরিক সূত্র নিশ্চিত করেছে। SHARES অপরাধ বিষয়: