​গাছায় সাবেক সাধারণ সম্পাদক আঃ হামিদের প্রত্যাবর্তন: নবীন-প্রবীণ ঐক্যের ডাক দিলেন রনি

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

গাজীপুর প্রতিনিধি ঃ

​গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম এ মনজুরুল করিম রনি।

​শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের সমন্বয়ে আয়োজিত এক বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এদিন অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পুনরায় সক্রিয় প্রত্যাবর্তন, যা স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

​ঐক্যের ডাক ও প্রচারণার ঘোষণা প্রধান অতিথির বক্তব্যে এম এ মনজুরুল করিম রনি বলেন: “আমি আজ নির্বাচনী প্রচারণা করতে আসিনি, এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিতে। আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে। তবে আজ থেকেই আমি আপনাদের ওপর দায়িত্ব দিয়ে যাচ্ছি—নবীন ও প্রবীণ মিলেমিশে ধানের শীষের প্রার্থী হয়ে একযোগে কাজ করতে হবে।”

​গাছা থানা বিএনপির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবুল সিপাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন। ​

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস এম নাঈম মাষ্টার সিনিয়র সহ-সভাপতি, গাছা থানা বিএনপি। আলহাজ্ব জব্বার সরকার: যুগ্ম সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি। মোঃ জাহাঙ্গীর হাজারী ও আব্দুস সালাম মন্ডল সাংগঠনিক সম্পাদক, গাছা থানা বিএনপি। ইফতেখার আলম রিপন সভাপতি, গাছা থানা যুবদল, ​আব্দুল হামিদ সাবেক সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি।

​তৃণমূলে নতুন উদ্দীপনা ​গাছা থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের উপস্থিতিকে দলের জন্য একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখছেন তৃণমূল কর্মীরা। সভায় বক্তারা বলেন, রনি সাহেবের নেতৃত্বে গাজীপুর-২ আসনে ধানের শীষকে বিজয়ী করতে গাছা থানা বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। উঠান বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।