গাছায় সাবেক সাধারণ সম্পাদক আঃ হামিদের প্রত্যাবর্তন: নবীন-প্রবীণ ঐক্যের ডাক দিলেন রনি Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬ গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম এ মনজুরুল করিম রনি। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের সমন্বয়ে আয়োজিত এক বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এদিন অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পুনরায় সক্রিয় প্রত্যাবর্তন, যা স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। ঐক্যের ডাক ও প্রচারণার ঘোষণা প্রধান অতিথির বক্তব্যে এম এ মনজুরুল করিম রনি বলেন: “আমি আজ নির্বাচনী প্রচারণা করতে আসিনি, এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিতে। আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে। তবে আজ থেকেই আমি আপনাদের ওপর দায়িত্ব দিয়ে যাচ্ছি—নবীন ও প্রবীণ মিলেমিশে ধানের শীষের প্রার্থী হয়ে একযোগে কাজ করতে হবে।” গাছা থানা বিএনপির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবুল সিপাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এস এম নাঈম মাষ্টার সিনিয়র সহ-সভাপতি, গাছা থানা বিএনপি। আলহাজ্ব জব্বার সরকার: যুগ্ম সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি। মোঃ জাহাঙ্গীর হাজারী ও আব্দুস সালাম মন্ডল সাংগঠনিক সম্পাদক, গাছা থানা বিএনপি। ইফতেখার আলম রিপন সভাপতি, গাছা থানা যুবদল, আব্দুল হামিদ সাবেক সাধারণ সম্পাদক, গাছা থানা বিএনপি। তৃণমূলে নতুন উদ্দীপনা গাছা থানার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের উপস্থিতিকে দলের জন্য একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখছেন তৃণমূল কর্মীরা। সভায় বক্তারা বলেন, রনি সাহেবের নেতৃত্বে গাজীপুর-২ আসনে ধানের শীষকে বিজয়ী করতে গাছা থানা বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। উঠান বৈঠকে স্থানীয় ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। SHARES জেলা/উপজেলা বিষয়: