গাজীপুর গাছা বিএনপিতে স্বস্তির জোয়ার: বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর কামালের সমর্থনে বিশাল আনন্দ মিছিল Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫ {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false} গাজীপুর মহানগর প্রতিনিধি ঃ গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর, ২০২৫) বিকেলে বোর্ডবাজার দলীয় কার্যালয় থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। দলের ঐক্য ও সংহতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। উপস্থিতিতে প্রাণবন্ত আনন্দ মিছিল পরে ৩৫নং ওয়ার্ডের সভাপতি আবুল হাসেম-এর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তার সমর্থনে পুরো বোর্ড বাজার এলাকা জুড়ে এক উৎসব -মুখর পরিবেশ সৃষ্টি হয়। মিছিলের প্রধান সারিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি এস.এম. নাঈম উদ্দিন মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হাজারী, এছাড়াও সহযোগী সংগঠন গুলোর মধ্যে উপস্থিত ছিলেন গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ভূঁইয়া। স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে ৩৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি শফিকুর রহমান শফী, গাছা থানার বিএনপির সদস্য মোঃ আলমাস খান, ৩৪ নং ওয়ার্ডের বিএনপির নেতা আশরাফুল আলম, গাজা থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আলীফ হোসেন এবং বিএনপি নেতা মোঃ শাহিন মিয়া, গাছা থানার বাংলাদেশ মোটর চালক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ সহ থানা ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী মিছিলে যোগ দেন। স্লোগানে মুখরিত বোড বাজার নেতাকর্মীরা মিছিল চলাকালীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্লোগান দেন। তারা ‘মো: কামাল উদ্দিনকে স্বাগতম’ এবং ‘ঐক্যবদ্ধ বিএনপি, লড়বে অবিরাম’ ইত্যাদি স্লোগান দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। থানার সিনিয়র সহ সভাপতি এস.এম. নাঈম উদ্দিন মাষ্টার তার বক্তব্যে বলেন, “কামাল উদ্দিনের প্রত্যাবর্তন গাছা থানা বিএনপিকে আরও শক্তিশালী করবে। আজকের এই জনসমাগম প্রমাণ করে, নেতাকর্মীরা দলের নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থাশীল, ও “সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হাজারী বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের সময়োপযোগী সিদ্ধান্তে আমরা আনন্দিত। আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব।” গাছা বিএনপিতে নতুন গতি রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দলের সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে গাছা থানা বিএনপিতে যে নতুন গতির সঞ্চার হয়েছে, তা আগামীতে সরকারের বিরুদ্ধে দলীয় কর্মসূচি পালনে সহায়ক হবে। নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে গাছা বিএনপি এখন রাজপথে আরও দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম। আনন্দ মিছিলটি বোর্ড বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। SHARES জেলা/উপজেলা বিষয়: