বাগেরহাট-৩ আসন ভাঙার চেষ্টার অভিযোগে বিক্ষোভ এলাকাবাসী
Abdul Hamid
Khan


গাজীপুরে নতুন আসন বৃদ্ধিতে মিষ্টি বিতরণ
জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ
বাগেরহাট-৩ সংসদীয় আসন বিলুপ্তি এবং মোংলা-রামপাল পৃথক করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। অন্যদিকে গাজীপুরে-৬ একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাবের খবরে বইছে আনন্দের বন্যা। করা হয়েছে মিষ্টি বিতরণ।
মোংলা পৌর বিএনপির আয়োজনে সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার ও নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে এটি করেছে। বাগেরহাট-৩ আসন তথা জেলাবাসী এটি কোনোভাবেই মেনে নেবে না। সরকারের নীলনকশা কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বিশেষ করে বাগেরহাট-৩ আসন ভাঙার চেষ্টা করলে সর্বস্তরের জনতাকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোংলা পৌর মার্কেট চত্বরের সামনে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম খোকন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি শেখ আবু হানিফ, নবনির্বাচিত পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ নাসির উদ্দিন, গোলাম নুর জনি, উপজেলা বিএনপি নেতা শেখ রুস্তম আলী, পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুলসহ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনকে পুনর্বিন্যাস করে ছয়টি আসন করা হয়েছে। সীমানা নির্ধারণী কারিগরি কমিটির এ সিদ্ধান্তে গাজীপুরে নতুন আসন বৃদ্ধির সংবাদ পাওয়ার পর পরই গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, পুবাইল ও গাছা থানা এলাকার ভোটারের মধ্যে বইছে আনন্দের বন্যা। এ সময় তারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
গাছা থানা এলাকার ৩২ ও ৩৩ এই দুইটি ওয়ার্ড গাজীপুর -২ আসনে অন্তর্ভুক্ত করায় ওই এলাকার ভোটারের মধ্যে দেখা গেছে কিছু মিশ্র প্রতিক্রিয়া।
এই অবস্থায় গাজীপুরে নতুন আসন গাজীপুর-৬ এ রাজনীতির নতুন সমীকরণ শুরু হয়েছে। নতুন এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সামাজিক মাধ্যমে যাদের নাম আসছে তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গি পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বহিষ্কৃত বিএনপি নেতা রাকিবউদ্দিন সরকার পাপ্পু।