গাছা প্রেসক্লাবের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নৌ-ভ্রমন Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫ জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ গাছা প্রেসক্লাবের নবম বর্ষে পদার্পন উপলক্ষ্যে নৌ-ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ২৭আগস্ট গাজীপুর মহানগরীর গাছা প্রেসক্লাবের অষ্টম বর্ষ পূর্তি শেষে নবম বর্ষে পদার্পণ করেছে। এ বার্ষিকী পালন উপলক্ষ্যেই মূলত শনিবার (৩০আগস্ট) দিনব্যাপী গাজীপুর প্রেসক্লাব টংঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকসহ নগরীর বোর্ডবাজার স্থানীয় গাছা প্রেসক্লাবের সাংবাদিক ও তাদের পরিবারবর্গের অংশ গ্রহণে এ নৌ-ভ্রমন সম্পন্ন হয়। এদিন সকালে গাছা বাজার থেকে নৌ ভ্রমনে বেড়িয়ে সন্ধ্যা-অবদি জেলার সদর উপজেলার কড্ডা কারখানা বাজার এলাকার মনোমুগ্ধকর তুরাগ নদ তীরের পরিবেশ ঘুড়ে দেখেন সাংবাদিকরা। এর পর কালিয়াকৈরের চা-বাগান, মকশ বিল পরিদর্শন করে এলাকার ঐতিজ্য-বাহী চা-বাগান বাজারের বিখ্যাত মাঠার স্বাদ গ্রহণ করেন। এর আগে দুপুরের খাবার পরিবেশনের মধ্যদিয়ে গান, কবিতা, কৌতুকসহ নানা বিনোদনমূলক পরিবেশনায় নৌযানের ছাদে অংশীজন হন কলম যোদ্ধারা। এছারা নিজেদের মধ্যে সৌহার্দ্য ধরে রাখতে আগামীতে প্রতিবছর এ নৌভ্রমনের ধারাবাহিকতা অব্যহত রেখে সকলের সম্মতিতে ফ্যামিলি-ডে পালনেরও সিদ্ধান্ত গ্রহণ করেন ক্লাবের নেতৃবৃন্দরা। বিকেলের দিকে ক্লাবের কার্যনির্বাহী পরষদের নেতৃবৃন্দরাসহ জেলা ও টঙ্গী প্রেসক্লাব থেকে আগত অতিথীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আলোচনায় সকলের কণ্ঠে মনোরম পরিবেশে এ সুন্দর আয়োজনের প্রতি ছিলো একাত্বতা পোষণ। সকলে এ সুন্দর আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। গাছা প্রেস ক্লাবের যাত্রা শুরু হয় গত ২০১৬ সালে। সেই থেকে নানা চড়াই উতরাই পাড়ি দিয়ে ২০২৫ সালে নবম বর্ষে পদার্পনের এ দীর্ঘ যাত্রা পথের নানা প্রতিবন্ধকতার কথা উঠে আসে নেতৃবৃন্দের আলোচনায়। গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে গাছা প্রেসক্লাব এগিয়ে যাবে এবং ক্লাবকে কলম যোদ্ধারা এগীয়ে নিবেন এ প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। এতে বক্তব্য দেন, অতিথী সাংবাদিক গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শামসুল হক ভূঞা, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক যুগান্তরের সাংবাদিক এমআর নাসির, জার্নালিস্ট ওয়েল ফেয়ার এস্যোসিয়েশনের চেয়ারম্যান গাজী মামুন, মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাস, ভাওয়াল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেনসহ প্রমূখ। এছারা গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের সঞ্চালনায় বক্তব্য দেন, গাছা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমারত হোসেন বকুল সরকার, সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, সহ-সভাপতি আশরাফুল আলম মণ্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম। এতে অংশ নেন গাছা প্রেসক্লাবের সাংবাদিক- দপ্তর সম্পাদক মাজনুন মাসুদ, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা জাহান ময়না, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মামুন সরকার, সোহেল মিয়া, সেলিম হোসেন ফাহিম, জুম্মন খান, মোঃ ওলিদুর রহমান ওলি, নাহিদ সরকার, টুটুল, জিয়াউর, মুন্না, জিহাদ, লোকমান, ইকবাল হোসেন-সহ সাংবাদিক ও পরিবারের সদস্যরা। SHARES খেলাধুলা বিষয়: