ঢাকা, ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রিভেরি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ


প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

গাজীপুর প্রতিনিধি ঃ

গাজীপুর মহানগরের ২০ নম্বর ওয়ার্ডের কাথোরা মৈশানবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রিসোর্ট ব্যবসা পরিচালনা করে আসছে ‘রিভেরি রিসোর্ট’। লোকালয়ের মধ্যে অবস্থিত এই রিসোর্টটি বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এখানে নিয়মিতভাবে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের মতো অবৈধ কর্মকাণ্ড চলছে।

রিসোর্টটিতে প্রবেশের জন্য নির্দিষ্ট কোনো টিকিট বা প্রবেশমূল্য নেই। সেখানে ঢুকতে হলে বাধ্যতামূলকভাবে রুম প্যাকেজ নিতে হয়। প্রতি প্যাকেজে ২-৩ হাজার টাকার বিনিময়ে ১২ ঘণ্টার জন্য একটি রুম বরাদ্দ দেওয়া হয়। এসব রুম ভাড়া নিতে কোনো প্রকার পরিচয় যাচাই বা সম্পর্কের ভিত্তিতে যাচাই-বাছাই করা হয় না। প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক যে কেউ “বন্ধু” পরিচয়ে রুম নিতে পারছে অনায়াসে। জাতীয় পরিচয়পত্র ছাড়া রুম বরাদ্দের ক্ষেত্রেও বাধা দেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতির বাস্তবতা জানতে ছদ্মবেশে রিসোর্টে প্রবেশের চেষ্টা করেন। রিসেপশনে তিনি একজন “মেয়ে বন্ধু” নিয়ে রুম ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করলে কর্তৃপক্ষ কোনো প্রশ্ন না করে ১২ ঘণ্টার একটি রুম বরাদ্দের প্রস্তাব দেন, বিনিময়ে তিন হাজার টাকা দাবি করা হয়। মেয়েবন্ধুর জাতীয় পরিচয়পত্র না থাকার কথা বললেও, রিসোর্ট কর্তৃপক্ষ জানান ‘আপনার আইডি থাকলেই হবে, আর কিছু লাগবে না।’

রিসোর্টে ২৬টি রুম থাকলেও সেখানে বিনোদনের জন্য নেই কোনো পারিবারিক বা সামাজিক আয়োজন। এলাকাবাসীর দাবি, প্রতিদিনই এখানে তরুণ-তরুণীদের আসা-যাওয়া লক্ষ করা যায়, যাদের বেশিরভাগই আসেন অসামাজিক উদ্দেশ্যে। পাশাপাশি, মাদক সেবনের মতো অপরাধমূলক কার্যক্রমও চলে অবাধে।

এই পরিস্থিতিতে উদ্বিগ্ন এলাকাবাসী সম্প্রতি রিসোর্টের প্রবেশগেটে একটি ব্যানার টানিয়ে প্রতিবাদ জানিয়েছেন। ব্যানারে লেখা হয়েছে ‘কাথোরা রিভেরি রিসোর্টের অবৈধ কার্যক্রম, নারীদের দেহ ব্যবসা ও মাদক ব্যবসা বন্ধ করুন, করতে হবে।’ গত ২৫ জুন এলাকাবাসীর উদ্যোগে এই ব্যানারটি টানানো হয়।

এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে, জেলা প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। স্থানীয়দের ভাষ্য, একটি পারিবারিক আবাসিক এলাকায় এ ধরনের রিসোর্ট পরিচালনা যেমন অনৈতিক, তেমনি সমাজের যুব সমাজের জন্য হুমকিস্বরূপ।