ঢাকা, ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজীপুরে মাদক নিরাময় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের দন্ড, প্রতিষ্ঠানে সিলগালা


প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর চাপুলিয়া এলাকায় সরকারী অনুমোদন না নিয়ে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনা ও নিবাসীদের নির্যাতনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। বিষয়টি জানিয়েছেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন।

তিনি আরো জানান, বিশেষ মাদকবিরোধী অভিযানে তিনটি মামলা দায়ের করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শহীদ উল্লাহ।  অভিযানের মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জা্না যায়, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন চাপুলিয়া রেলগেট এলাকায় অবৈধভাবে ‘প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’নামে একটি বেসরকারী মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে মাদকাসক্তদের চিকিৎসা ও নিরাময়ের জন্য সরকারী কোন প্রতিষ্ঠান থেকে কোন ছাড়পত্র বা লাইসেন্স নেয়া হয়নি। সেখানে মাদক নিরাময়ের আশায় যে সমস্ত নিবাসী রয়েছে, তাদের নির্যাতনের অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ১৭ জুলাই গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদ উল্লাহ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ও মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা, ২০২১ এর বিধি ৯(১) লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। একারণে অভিযানে অবৈধ বেসরকারি মাদকাসক্তি নিরাময় প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

সূত্র আরো জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারা অনুযায়ী মোট ৩টি মামলা দায়ের করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাদের একজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট ৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন আরো জানান, এ ধরনের অবৈধ ও অননুমোদিত মাদক নিরাময় কেন্দ্রসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।