পূর্ব শত্রুতার জেরে জখম রুহুল আমিন সহ চারজন হাসাপাতালে ভর্তি


গাজীপুর প্রতিনিধিঃ
কোনাবাড়িতে জমি-জমার বিরোধের জের ধরে আমবাগ ১০ নং ওয়ার্ড কমিশনার মার্কেট সংলগ্ন রুহুল আমিন সহ চারজন আহত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি। প্রতিপক্ষ ইসমাইল দীর্ঘদিন যাবত জমি ও রাস্তা দখল করে এলাকায় প্রভাব বিস্তার করছে। বাধা দিলে তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি দেখায় এবং সন্ত্রাসী দ্বারা হুমকি দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী রুহুল আমিন (৬০)।
পরে বিষয়টি সুরাহা করার জন্য গাজীপুর কোর্টে মামলা করেন রুহুল আমিন। ভুক্তভোগী রুহুল আমিন বলেন,দীর্ঘদিন যাবত একই এলাকার বাসিন্দা ইসমাঈল সহ তার পরিবারের লোকজন আমার জমি দখল করে আসছে,বিষয়টি নিয়ে কোর্টে মামলা চলমান,আশা করছি রায় আমার পক্ষে আসবে। এর আগেও বিভিন্ন বিচারে এলাকার দেড়শো লোক আমাদের পক্ষে রায় দিয়েছে। এবং স্কুল ও মাদরাসা শিক্ষক ছাত্ররাও রাস্তা ব্যবহার করার জন্য আমাদের পক্ষে রায় দিয়েছে।
কিন্তু বিপত্তি আসে গতকাল কোর্টে হাজিরা দেওয়ার কারনেই ইসমাইল,ফারুক, সহিম, ছমি, দীন মোহাম্মদ, আসমা আকাশ সহ প্রায় ১৫/২০ জন মিলে আমাকে ও আমার স্বামী রুহুল আমিন (৬০) কে আমার দুই ছেলে কাউসার ও পারভেজ কে হত্যার উদ্দেশ্য জখম করেছে কথাগুলো বলেই অঝোর কাদলেন পারভীন বেগম।
পারভীন বেগম আরও বলেন, তারা আমার স্বামীকে এলোপাতাড়ি রট, ইট ও রাম দ্যা, চাপাতি দিয়ে মেরে ফেলার উদ্দেশ্য হামলা চালায়। এই হামলায় আমার স্বামী রুহুল আমিন ও ছেলে কাউসার মাথায় চাপতি দিয়ে আগাত করার কারনে জখমের মাত্রা বেশি হয়। পারভীন বলেন, আমার শাশুড়ী ও আমাকেও তারা প্রচন্ড মেরেছে,যা দেখানোর সুযোগ নেই।
পারভীন বেগম বলেন, মামলার প্রস্তুতি চলছে,আশা করছি বিষয়টি প্রশাসন দেখবে এবং সঠিক বিচার করবে।