গাজীপুরে ছাত্র হত্যা মানলায় আ’লীগ নেতা গ্রেপ্তার এডমিন এডমিন প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ জ্যেষ্ঠ প্রতিবেদকঃ গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা হত্যা মামলায় এক আলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশের সদস্যরা। রোববার (৬জুলাই) সন্ধ্যায় নগরীর ডেগেরচালা এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আ’লীগ নেতা হলেন ৩২নং ওয়ার্ডের ইসমাইল মেম্বার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর ৩২নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন তিনি। গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, আজ সোমবার গ্রেপ্তার এ নেতাকে আদালতে প্রেরণের পর জিজ্ঞেসাবাদের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করবে। পুলিশ আরো জানায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডেগেরচালা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় আ’লীগের এ নেতাকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে থানা পুলিশ হেফাজতে নেয়। প্রয়োজনীয় আইনানুগ প্রকৃয়া অনুসরণ করে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ। SHARES অপরাধ বিষয়: