টঙ্গীতে বিএনপি নেতার দুই ছেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


গাজীপুর মহানগরের টঙ্গীর টিএনটি বাজারে বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী দুলাল হোসেনের দুই পুত্রের উপর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন টিএনটি বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও ৪৪ নং ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণ ও বিএনপি নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার দোসররা এখনো সক্রিয় রয়েছে। এই দোসররাই বিএনপি নেতা দুলাল হোসেনের দুই ছেলে শান্ত ও শুভকে কুপিয়ে জখম করে এবং তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান ‘কস্তুরী হোটেল’ লুটপাট করে চরম অরাজকতা সৃষ্টি করেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন ডিসেম্বরের মধ্যে অতি দ্রুত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে জনগণের মনোনীত সরকার প্রতিষ্ঠা করে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনে।
৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোমিনুর রহমান এবং হামলার শিকার শান্ত ও শুভর পিতা দুলাল হোসেন,টঙ্গী থানা যুব দলের সদস্য সচিব নাজমুল হাসান মন্ডল, টঙ্গি পূর্ব থানা জিয়া মঞ্চে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন সিনিয়র সহ-সভাপতি দুলাল সহ এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য গত মঙ্গলবার (২০ মে) রাত ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে ‘কস্তুরী হোটেল’-এ দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলর প্রার্থী দুলাল হোসেনের দুই ছেলে আইইউবিএটি ইউনিভার্সিটি ছাত্রদল নেতা শহিদুল ইসলাম শান্ত (২৪) ও শফিকুল ইসলাম শুভ (২৯) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ব্যবসা প্রতিষ্ঠানকে ভাঙচুরও লুট করে পালিয়ে যায় ।