মহানগরীর গাছায় কিশোরী ধর্ষণের শিকার ধর্ষকসহ সহযোগী এক নারী আটক

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলকুর এলাকার একটি বাড়িতে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন।

রোববার বিকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের উত্তর খাইলকুর মুক্তার বাড়ি এলাকার বিএনপি নেতার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই বিএনপি নেতার বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নারী ও শিশু সার্পোট সেন্টারে প্রেরণ করেছে। এ ঘটনায় ধর্ষক মো. শুভ ওরফে রকি (২৪) ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে লাবনী (১৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ আলীর বাড়িতে গত জুন মাসে লাবনী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে রীতিমতো মাদক সেবন ও কেনাবেচার আসর বসানো হয়। এর কয়েক দিন আগে লাবনী ভিকটিমকে নিজের আত্মীয় পরিচয়ে ওই ভাড়া বাসায় আনেন। এরপর থেকে ভিকটিমকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণে বাধ্য করতেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ধর্ষক মো. শুভ ওরফে রকি ওই বাসায় ইয়াবা ট্যাবলেট সেবন করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

এতে ভিকটিমের ডাকচিৎকারে বাড়ির অন্য ভাড়াটে লোকজন এসে ধর্ষক রকি ও লাবনীকে আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারসহ ধর্ষক ও ধর্ষণের সহযোগী ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক রকি ও ধর্ষণে সহযোগিতা করার দায়ে লাবনী নামে এক নারীকে আটক করা হয়েছে। ভিকটিমকে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নারী ও শিশু সার্পোট সেন্টারে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।