ঢাকা, ৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ওপেন হাউজ ডে-২০২৫ কোনাবাড়ী থানা পুলিশ-জনতার উন্মুক্ত আলোচনা 


প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫

গাজীপুর প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে-২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ই আগস্ট) সকাল ১১টায় কোনাবাড়ী নতুন বাজার এলাকায় একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনবান্ধব পুলিশি সেবা, অপরাধ দমন এবং সামাজিক সমস্যা নিয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণের উদ্দেশ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর), জিএমপি জনাব মোঃ রবিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জনাব মোঃ রবিউল ইসলাম, এবং সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) জনাব আবু নাছের আল-আমিন। সভায় সভাপতিত্ব করেন ওসি মোঃ সালাহ উদ্দিন, অফিসার ইনচার্জ, কোনাবাড়ী থানা। আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের সদস্যও উপস্থিত ছিলেন।

সভার এক পর্যায়ে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা তাদের সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, আমাদের কেউ মৃত্যুবরণ করলে তাকে দাফনের জন্য কোনো নির্দিষ্ট কবরস্থান নেই। আমরা দাবি জানাচ্ছি, আমাদের জন্য একটি নির্দিষ্ট কবরস্থানের জায়গা বরাদ্দ দেওয়া হোক।” এই বক্তব্যটি উপস্থিত সবার দৃষ্টি কাড়ে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়। সভায় অন্যান্য বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং থানাভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন।

প্রধান অতিথি মোঃ রবিউল হাসান বলেন, জিএমপি জনগণের অংশগ্রহণমূলক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা চাই, জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করুক এটাই এই ওপেন হাউজ ডে-এর মূল লক্ষ্য।” সভাটি স্থানীয়ভাবে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে এবং পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনার একটি সফল প্রয়াস হিসেবে বিবেচিত হয়।