জাতীয়বিশ্ববিদ্যালয়ে দাবি আদায়ে আমরণ অনশনে অসুস্থ শিক্ষার্থীরা


জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতানুগতিক সু-নির্দিষ্ট ভাবে চলমান রাখার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ২৪ঘন্টা অনশন কর্নসূচি অতিবাহিত হওয়ায় এতে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা। এছারা অসুস্থ কয়েকজন শিক্ষার্থীদের গায়ে স্যালাইন পুশ করিয়েও অনসনরত দেখা যায়।
এদিকে কয়েকজন শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৮মাস ধরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ভর্তী বিজ্ঞপ্তি স্থগীত হয়ে রয়েছে। ফলে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন অনিশ্চয়তায় হুমকির মূখে পড়েছে। এর আগে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর শিক্ষার্থীরা স্বারকলিপি দিয়ে দফায় দফায় দাবি আদায়ে ভূমিকা নিশ্চিত করার কথা জানিয়ে আসলেও কোন সমাধান হয়নি বলেও জানান শিক্ষার্থীরা। ফলে গতকাল শনিবার (২৫মে) সকাল ১০-৪টা পর্যন্ত ৬ঘন্টা অবস্থানের পর, তারা আশ্বাস না পেয়ে আমরণ অনশনে বসেন।
এর আগে শিক্ষার্থীরা গতকাল শনিবার (২৪মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে ক্যাম্পাসে তৃতীয় ব্যাচের ভর্তী বিজ্ঞপ্তি নিশ্চিতে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দেয়। এতে সময় অতিবাহীত হলেও শিক্ষার্থীরা কোন আশ্বাস না পেয়ে পূর্ব ঘোষিত আমরণ অনসনে বসেন। সেই থেকে আজ বিকেল ৪টা পর্যন্ত ২৪ঘন্টা অতিবাহীত হবার পর ভিসি আমানুল্লাহ শিক্ষার্থীদের দেখতে আসেন।
এসময় শিক্ষার্থীদের সাথে কথা বলাকালীন সমস্যা নিরসনে মন্ত্রণালয় ও সংশ্লীষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই সমাধানের আশ্বাস দিয়ে পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর (ভিসি) এএসএম আমানুল্লাহ। পরে সাংবাদিকদের ব্রীফ কালে ভিসি জানান, তাদের সমস্যা যৌক্তিক এ সমস্যা নিরসনে শীঘ্রই যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।