গাছা প্রেসক্লাবের নির্বাচনে হামিদ সভাপতি ও আশরাফুল সম্পাদক নির্বাচিত Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫ গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরের সাংবাদিক মহলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে গাছা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বিপুল ভোটে মোঃ আব্দুল হামিদ খাঁন সভাপতি এবং মোঃ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোটের ফলাফল ও মূল লড়াই শুক্রবার দুপুর ২:৩০ মিনিট থেকে বিকেল ৫:১০ মিনিট পর্যন্ত কলমেশ্বর প্রাইমারী স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে অভিজ্ঞ সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ খাঁন (আনারস প্রতীক) ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৯ ভোট। ইতিপূর্বে টানা চারবার সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালনের পর এবার সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হামিদ। ভোটারদের মতে, এটি তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রতিফলন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ আশরাফুল আলম মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য বিজয়ীরা ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচিত অন্যান্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন জিয়া (২৯ ভোট) সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (২৮ ভোট) বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান, প্রচার ও প্রচারণা সম্পাদক: আব্দুল খালেক (৩৩ ভোট) কার্যনির্বাহী সদস্য: ১) মোঃ জুমন খান, ২) এমারত হোসেন সরকার এবং ৩) সুমা আক্তার লুবনা। পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত নির্বাচন চলাকালীন ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে ক্লাবে গণতান্ত্রিক চর্চা ও পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো এলাকায় এখন বইছে উৎসবের আমেজ। “পেশাদারিত্বের জয় হোক এবং কলম চলুক সত্যের সন্ধানে” এই মূলমন্ত্রকে সামনে রেখে নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। SHARES গণমাধ্যম বিষয়: