গাছা থানা বিএনপির উদ্যোগে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫ oplus_2 মোঃ ইকবাল হোসাইন ঃ দেশজুড়ে চলমান অর্থনৈতিক চাপের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ নিয়েছে গাছা থানা বিএনপি। থানা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পক্ষ থেকে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির প্রথম ধাপে আজ, সোমবার (১৭ নভেম্বর, ২০২৫), দুপুর ১২টার পর প্রায় দেড়শ (১৫০) পরিবারের হাতে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। গাছা থানার পর্যায়ক্রমে সাতটি ওয়ার্ডে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আঞ্জুমান এন্টারপ্রাইজের সজীব আহমেদ শাহিন। যুবদল নেতার নেতৃত্বে বিতরণ কর্মসূচিতে সার্বিক তত্বাবধান করেস যুবদল নেতা রুবেল খান। সমাজের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মোঃ আলমাস খান (গাছা থানা বিএনপির সদস্য) মোঃ মামুন সরকার (যুবদল নেতা) মোঃ মোহাম্মদ আলী (৩৩ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি) মোঃ মঞ্জুল করিম টিটু (স্বেচ্ছাসেবক দল নেতা) এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, জনগণের দুর্ভোগ লাঘবে বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। SHARES অর্থনৈতিক বিষয়: