টঙ্গীতে তৃতীয় দিনে জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

মোঃ খোরশেদ আলম, গাজীপুর প্রতিনিধি:-

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–ই নেজামের আয়োজনে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যুর হয়েছে।

নিহতদের একজন আবুল আসাদ বাদল (৬২)। তিনি সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা এবং আব্দুল জহিরের ছেলে। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যজন মইনউদ্দিন (১০০), তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার বাসিন্দা এবং নাজির উদ্দিনের ছেলে। শনিবার রাত ৪টা ৪৩ মিনিটে টঙ্গী ইজতেমা ময়দানেই তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–ই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, এ নিয়ে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। তিনি সকল মৃত মুসল্লির রুহের মাগফিরাত কামনা করেন।