৩১ দফা কর্মসূচি নাগরিকদের কল্যাণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য: হাসান উদ্দিন সরকার Abdul Hamid Abdul Hamid Khan প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৫ Oplus_131074 গাজীপুর প্রতিনিধিঃ বিএনপি ঘোষিত ‘৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ড বড়বাড়ী কুনিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর, ২০২৫) বিকেলে নগরীর বড়বাড়ী চান্দরা রোডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। তাঁর বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষার জন্য দেশের সব স্তরের মানুষকে একযোগে সক্রিয় হতে হবে।” তিনি দলের কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষের মনোনীত প্রার্থীর পাশে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের ঐক্য ও গণমঞ্চই আগামী নির্বাচনে সঠিক ফলাফল নিশ্চিত করবে।” হাসান উদ্দিন সরকার দৃঢ়তার সাথে উল্লেখ করেন, “৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের নাগরিকদের কল্যাণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। জনগণকে ঐক্যবদ্ধ করে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” সভা পরিচালনা ও অন্যান্যদের অংশগ্রহণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন গাছা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইউসুফ সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্যের সমর্থনে ও আসন্ন নির্বাচনের প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, গাছা থানার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, প্রফেসর এম এ মোতালিব, আজিজুল হক রাজু মাস্টার, মোঃ রাব্বি চৌধুরী ও মোঃ শরীফ সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া ও ধানের শীষ প্রতীকে হাসান সরকার কে বিজয়ী করা এবং ৩১ দফা কর্মসূচির বার্তা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। SHARES জেলা/উপজেলা বিষয়: