ঢাকা, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গাজীপুরে এনসিপি নেতার বহিষ্কার ও বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ


প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫
গাজীপুর প্রতিনিধি ঃ
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি গাজীপুর মহানগরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক যুগ্ম সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন সাকিবকে (২৫) দল থেকে বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয় গাছা থানা নেতাকর্মীরা।
রবিবার (২১সেপ্টেম্বর) রাত ৮টায় মহানগরীর গাছা থানা এলাকার বোর্ডবাজার ঢাকা ব্যাংকের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে একই স্থানে মানববন্ধন সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুর, মামলা বাণিজ্য, কাশেম হত্যাকাণ্ড, আহতদের নামে মোটা অংকের টাকা বিভিন্ন মহল থেকে উত্তোলন করে আত্মসাৎ সহ কারখানার ঝুট বাণিজ্য অবৈধ পন্থায় নিয়ন্ত্রনসহ নানা অভিযোগ করেন বক্তারা।
বক্তারা বলেন, নানা অভিযোগের দায়ে সম্প্রতি গাজীপুর জেলা নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে শাহাদাৎ বহিষ্কৃত হন। এরপর গতকাল শনিবার (২০সেপ্টেম্বর ২০২৫) জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরীর গুরুত্বপূর্ণ পদ ভাগীয়ে নেন। নেতৃবৃন্দের দাবি শাহাদাৎ ছাত্র না হয়েও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিআকর্ষণ করে শাহাদাৎ এর পদ স্থগিতসহ কঠোর বিচারের দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান। তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করে মানববন্ধনে দাবি পূরণ না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন সাকিব সকল অভিযোগ অস্বিকার করে পদ বঞ্চিতরা মিথ্যাচার করে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন বলে দাবি করেন।