গাজীপুরে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর গাছা থানার ছয়দানা ভূষিরমিল এলাকায় ডিস, ইন্টারনেট ও ময়লার ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত সোমবার রাতে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের ভূষিরমিল মেম্বার বাড়ি রোড এলাকায় হামলা, ভাঙচুর ও এ লুটপাটের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে থানা আওয়ামী মটর শ্রমিক লীগ সভাপতি শিবলু খানের নেতৃত্বে আজাহার খান, ঝিনঝিরা রাকিব ও সোহরাব হোসেন বাবু নেতৃত্বে ৬০ থেকে ৭০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়ি ঘরে হামলা চালিয়েছে বলে এমন অভিযোগ করেন বিএনপি নেতা শাহীন মিয়া ।

ঘটনার পর গাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মঙ্গলবার বিএনপি নেতা শাহীন মিয়া বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী শাহীন মিয়া বলেন, আমার ডিস, রকেট ইন্টারনেট ও ময়লার ব্যবসা ছিনিয়ে নিতে মূলত আওয়ামী সন্ত্রাসী শিবলু খানের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা আমার প্রতিষ্ঠান ভাঙচুরের সময় ইন্টারনেটের মূল্যবান সরজ্ঞামাদি, কম্পিউটার, ল্যাবটপ নিয়ে যায়। এতে প্রায় ১০ লাক্ষাধিক টাকার ক্ষতি সাধন করা হয়েছে।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় যেমন এলাকা ছেড়ে পালিয়ে ছিলাম, এখনো ফ্যাসিবাদের দোসরদের কাছে জিম্মি হয়ে পড়েছি আমরা।

গত ৪/৫ দিন পূর্ব থেকে আমাকে ফোন হুমকি দিয়ে আসছিল আমার বৈধ ডিস, ইন্টারনেট ও ময়লার ব্যবসা তাদের কে ছেড়ে দেওয়ার জন্য, না হলে প্রতিমাসে ১০লাক টাকা করে চাদা দেওয়ার দাবি করেন। এতে অস্বীকার করিলে গতকাল বিকাল ৩ টায় প্রায় শ`খানেক লোক নিয়ে শোডাউন দিয়েছে, আমাকে না পেয়ে আমার সহকর্মীর বাসায় ভাংচুর চালায় এবং ড্রয়ের থেকে নগদ টাকা নিয়ে যায়। এবং পরবর্তীতে রাতের আঁধারে দ্বিতীয়বার আমার ব্যবসায়ী অফিসে হামলা চালায়।